ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

ভারী বর্ষণে ডুবল কক্সবাজার; ৫০১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

পাহাড় ধসে সাত জনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার। মুষলধারে চলা বৃষ্টিতে জেলা সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন জন করে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বাবার সঙ্গে দুই শিশুসন্তান আর সদরে মাসহ দুই শিশু কন্যার মৃত্যু হয়। গতকাল শুক্রবার ভোরে উখিয়ার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলা পরিষদ লাগোয়া দক্ষিণ ডিককুল এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে টানা বর্ষণে জেলা শহরের পর্যটন জোন, বিভিন্ন ওয়ার্ডে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাসাবাড়ি, নিম্নাঞ্চল। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হোটেল-মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয় ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।

টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার। মুষলধারে চলা বৃষ্টিতে জেলা সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন জন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বাবার সঙ্গে দুই শিশুসন্তান আর সদরে মাসহ দুই শিশু কন্যার মৃত্যু হয়। গতকাল শুক্রবার ভোরে উখিয়ার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলা পরিষদ লাগোয়া দক্ষিণ ডিককুল এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন।  এদিকে টানা বর্ষণে জেলা শহরের পর্যটন জোন, বিভিন্ন ওয়ার্ডে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাসাবাড়ি, নিম্নাঞ্চল। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হোটেল-মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয় ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভারী বর্ষণে ডুবল কক্সবাজার; ৫০১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড

পাহাড় ধসে সাত জনের মৃত্যু

আপলোড টাইম : ০২:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার। মুষলধারে চলা বৃষ্টিতে জেলা সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন জন করে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বাবার সঙ্গে দুই শিশুসন্তান আর সদরে মাসহ দুই শিশু কন্যার মৃত্যু হয়। গতকাল শুক্রবার ভোরে উখিয়ার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলা পরিষদ লাগোয়া দক্ষিণ ডিককুল এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে টানা বর্ষণে জেলা শহরের পর্যটন জোন, বিভিন্ন ওয়ার্ডে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাসাবাড়ি, নিম্নাঞ্চল। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হোটেল-মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয় ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।

টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার। মুষলধারে চলা বৃষ্টিতে জেলা সদর ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন জন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বাবার সঙ্গে দুই শিশুসন্তান আর সদরে মাসহ দুই শিশু কন্যার মৃত্যু হয়। গতকাল শুক্রবার ভোরে উখিয়ার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলা পরিষদ লাগোয়া দক্ষিণ ডিককুল এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন।  এদিকে টানা বর্ষণে জেলা শহরের পর্যটন জোন, বিভিন্ন ওয়ার্ডে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাসাবাড়ি, নিম্নাঞ্চল। জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হোটেল-মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয় ৫০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে।