ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ১২:৩২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়ায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে খুরশিদা খাতুন রুপা (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ছাদে ধান শুকানোর সময় অসাবধানতাবসত রুপা নিচে পড়ে গুরুতর আহত হন। তিনি মাঝেরপাড়ার খোকনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
জানা গেছে, রুপা নিজের বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলো। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবারই তাকে রাজশাহী নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপলোড টাইম : ১২:৩২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়ায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে খুরশিদা খাতুন রুপা (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ছাদে ধান শুকানোর সময় অসাবধানতাবসত রুপা নিচে পড়ে গুরুতর আহত হন। তিনি মাঝেরপাড়ার খোকনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
জানা গেছে, রুপা নিজের বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলো। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবারই তাকে রাজশাহী নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।