ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এম এস জোহা কলেজের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৭:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা মীর শামসুজ্জোহা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর, শিক্ষানুরাগী, চাটার্ড অ্যাকাউনটেন্ট মীর শামসুজ্জোহার জন্মদিন উপলক্ষে হারদী এম এস জোহা কলেজে তার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। সহকারী অধ্যাপক একে এম ফারুকের উপস্থাপনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, সহকারী অধ্যাপক নিয়ামত আলী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জেসমিন আরা প্রমুখ।

অধ্যক্ষ ওমর ফারুক বলেন, দানবীর এম এস জোহা সাহেব ১৯২৬ সালে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ওনার পিতামহের বাড়ি আলমডাঙ্গার গোবিন্দপুর। পিতা মরহুম মীর শামসুদ্দিন আহাম্মদ (শিক্ষক), মা মরহুমা লুৎফুন্নেছা বেগম (গৃহিণী)। প্রাথমিক পড়াশোনা হারদী প্রাইমারি স্কুলে। পরে ভর্তি হন আলমডাঙ্গা উচ্চবিদ্যালয়ে। পায়ে হেঁটে ৪ মাইল দূরে অবস্থিত বিদ্যালয়ে অধ্যয়ন করে মেট্রিকুলেশন শেষে খুলনা আযম খাঁন কমার্স কলেজে ভর্তি হন। খুলনা পিপলস জুট মিলে চাকরি করে ও নাইট কলেজে পড়াশোনা করে সেখান থেকে আইকম পাস করে পরবর্তীতে ঢাকা জগন্নাথ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরে অধ্যয়ন করেন চাটার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ)। সিএ পাস করার পর পাড়ি জমানো লন্ডনে বড় ভাই প্রবাসী ডা. সামসুল আলমের নিকট। সেখানে গড়ে তোলেন বর্তমানে বিশ্বের বহুদেশে বিস্তৃত ও বিখ্যাত ‘জোহা অ্যান্ড কোম্পানি’ চাটার্ড অ্যাকাউন্ট অডিট ফার্ম।

তিনি আরও বলেন, জোহা সাহেবের কর্মজীবন লন্ডনে হলেও জন্মভূমিকে কোনোদিন ভুলতে পারেননি। তিনি নিজ এলাকা ও দেশের জন্য যা করেছেন, তা অনন্য। এম এস হুদা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, এম এস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ, এম এস জোহা কৃষি কলেজ ও এম এস জোহা বিজনেন্স ম্যানেজমেন্ট কলেজ তথা নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স। প্রতিষ্ঠা করেছেন মীর শাসসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া তার ভাবি নার্গিস ইসলামের নামে প্রতিষ্ঠিত নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

ল্যাবরেটরিতে গ্যাস বিস্ফোরণে বড় ছেলে নিপ্পন জোহা মাত্র ছয় বছর বয়সে নিহত হয়। যার নামে এই ক্যাম্পাসে নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুল, এসএসসি (ভোক) প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পিতার নামে হারদী গ্রামে মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বর্তমান আলমডাঙ্গা সরকারি কলেজে নিপ্পন জোহা লাইব্রেরি নির্মাণ করে দেন। তাঁর পরিবারের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বৃহত্তর কুষ্টিয়ার সকল বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষে। তাঁর কল্যাণ-অবদানে হারদী গ্রাম আজ শিক্ষাপল্লীতে রূপান্তরিত হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় এম এস জোহা কলেজের প্রতিষ্ঠাতার জন্মদিন পালন

আপলোড টাইম : ০৭:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা মীর শামসুজ্জোহা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর, শিক্ষানুরাগী, চাটার্ড অ্যাকাউনটেন্ট মীর শামসুজ্জোহার জন্মদিন উপলক্ষে হারদী এম এস জোহা কলেজে তার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম এস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। সহকারী অধ্যাপক একে এম ফারুকের উপস্থাপনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক রোকনুজ্জামান, সহকারী অধ্যাপক নিয়ামত আলী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জেসমিন আরা প্রমুখ।

অধ্যক্ষ ওমর ফারুক বলেন, দানবীর এম এস জোহা সাহেব ১৯২৬ সালে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ওনার পিতামহের বাড়ি আলমডাঙ্গার গোবিন্দপুর। পিতা মরহুম মীর শামসুদ্দিন আহাম্মদ (শিক্ষক), মা মরহুমা লুৎফুন্নেছা বেগম (গৃহিণী)। প্রাথমিক পড়াশোনা হারদী প্রাইমারি স্কুলে। পরে ভর্তি হন আলমডাঙ্গা উচ্চবিদ্যালয়ে। পায়ে হেঁটে ৪ মাইল দূরে অবস্থিত বিদ্যালয়ে অধ্যয়ন করে মেট্রিকুলেশন শেষে খুলনা আযম খাঁন কমার্স কলেজে ভর্তি হন। খুলনা পিপলস জুট মিলে চাকরি করে ও নাইট কলেজে পড়াশোনা করে সেখান থেকে আইকম পাস করে পরবর্তীতে ঢাকা জগন্নাথ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরে অধ্যয়ন করেন চাটার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ)। সিএ পাস করার পর পাড়ি জমানো লন্ডনে বড় ভাই প্রবাসী ডা. সামসুল আলমের নিকট। সেখানে গড়ে তোলেন বর্তমানে বিশ্বের বহুদেশে বিস্তৃত ও বিখ্যাত ‘জোহা অ্যান্ড কোম্পানি’ চাটার্ড অ্যাকাউন্ট অডিট ফার্ম।

তিনি আরও বলেন, জোহা সাহেবের কর্মজীবন লন্ডনে হলেও জন্মভূমিকে কোনোদিন ভুলতে পারেননি। তিনি নিজ এলাকা ও দেশের জন্য যা করেছেন, তা অনন্য। এম এস হুদা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, এম এস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ, এম এস জোহা কৃষি কলেজ ও এম এস জোহা বিজনেন্স ম্যানেজমেন্ট কলেজ তথা নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স। প্রতিষ্ঠা করেছেন মীর শাসসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া তার ভাবি নার্গিস ইসলামের নামে প্রতিষ্ঠিত নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

ল্যাবরেটরিতে গ্যাস বিস্ফোরণে বড় ছেলে নিপ্পন জোহা মাত্র ছয় বছর বয়সে নিহত হয়। যার নামে এই ক্যাম্পাসে নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুল, এসএসসি (ভোক) প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পিতার নামে হারদী গ্রামে মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বর্তমান আলমডাঙ্গা সরকারি কলেজে নিপ্পন জোহা লাইব্রেরি নির্মাণ করে দেন। তাঁর পরিবারের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বৃহত্তর কুষ্টিয়ার সকল বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষে। তাঁর কল্যাণ-অবদানে হারদী গ্রাম আজ শিক্ষাপল্লীতে রূপান্তরিত হয়েছে।