ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

হুট খোলা গাড়িতে পৌঁছে দেওয়া হলো বাড়িতে

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৭:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

দিনভর বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালো বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দিনভর রাজকীয় সব আয়োজন শেষে চার শিক্ষককে হুট খোলা প্রাইভেটকারে এবং মোটরসাইকেল শোডাউন দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয় শিক্ষার্থীরা। এমন রাজকীয় বিদায় পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকরা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের শেষ কর্মদিবস ছিল। এই বিষয়টি জানার পর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন বিদ্যালয়ের আরও তিনজন শিক্ষক যার মধ্যে একজন পদায়নজনিত কারণে ও অন্য দুজন অবসর নিয়েছেন তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী অন্য তিনজন শিক্ষক হলেন- আব্দুল কুদ্দুস, ওয়াজেদ আলী ও আলী হোসেন। এই তিনজনের মধ্যে আলী হোসেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে বর্তমানে আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চারজন বিদায়ী শিক্ষক।

আলোচনার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম, গীতা পাঠ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন কুমার। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের বর্তমান দুজন শিক্ষার্থী।

স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাসান আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জান মোহাম্মদ, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, আরাফাত হোসেন বিদ্যাপীঠের শিক্ষক ও ফরিদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী ইখলাচুর রহমান, আনারুল ইসলাম, তানজির আহমেদ, হামিদুল ইসলাম, সুলতান হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুর মোহাম্মদ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিলুয়ার রহমান মুন্না, ফিরোজ আহমেদ, কামাল হোসেন, ইসমাইল হোসেন, জাকির হোসেন প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান, সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান, আবুল হোসেন, মাসুদ রানা, ওদুদ হোসেন, শেফালী খাতুন, শাহিন আক্তার, শাহানাজ পারভীন প্রমুখ।
আলোচনা শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী রাফিজ আহমেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

হুট খোলা গাড়িতে পৌঁছে দেওয়া হলো বাড়িতে

আপলোড টাইম : ০৭:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

দিনভর বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালো বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দিনভর রাজকীয় সব আয়োজন শেষে চার শিক্ষককে হুট খোলা প্রাইভেটকারে এবং মোটরসাইকেল শোডাউন দিয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয় শিক্ষার্থীরা। এমন রাজকীয় বিদায় পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকরা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের শেষ কর্মদিবস ছিল। এই বিষয়টি জানার পর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন বিদ্যালয়ের আরও তিনজন শিক্ষক যার মধ্যে একজন পদায়নজনিত কারণে ও অন্য দুজন অবসর নিয়েছেন তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী অন্য তিনজন শিক্ষক হলেন- আব্দুল কুদ্দুস, ওয়াজেদ আলী ও আলী হোসেন। এই তিনজনের মধ্যে আলী হোসেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে বর্তমানে আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চারজন বিদায়ী শিক্ষক।

আলোচনার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম, গীতা পাঠ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন কুমার। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের বর্তমান দুজন শিক্ষার্থী।

স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাসান আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জান মোহাম্মদ, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, আরাফাত হোসেন বিদ্যাপীঠের শিক্ষক ও ফরিদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী ইখলাচুর রহমান, আনারুল ইসলাম, তানজির আহমেদ, হামিদুল ইসলাম, সুলতান হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুর মোহাম্মদ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিলুয়ার রহমান মুন্না, ফিরোজ আহমেদ, কামাল হোসেন, ইসমাইল হোসেন, জাকির হোসেন প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান, সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান, আবুল হোসেন, মাসুদ রানা, ওদুদ হোসেন, শেফালী খাতুন, শাহিন আক্তার, শাহানাজ পারভীন প্রমুখ।
আলোচনা শেষে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী রাফিজ আহমেদ।