শিরোনাম:
নাটুদহে কুকুর বাঁচাতে গিয়ে আলমসাধু চালক নিহত
প্রতিবেদক, দামুড়হুদা:
- আপলোড টাইম : ০৩:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে চালক বাবু শাহ নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর-বোয়ালমারি সড়কের জগন্নাথপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বাবু শাহ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রুহুল শাহর ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আলমসাধু চালক বাবু শাহ কাজ শেষে জগন্নাথপুর বাজার হয়ে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার ওপর থাকা কুকুরকে বাঁচাতে গিয়ে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আলমগীর বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
ট্যাগ :