আলমডাঙ্গায় ইউএনও স্নিগ্ধা দাসের বিদায় সংবর্ধনা
- আপলোড টাইম : ০২:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চাকরির প্রথম শর্ত হলো এক জায়গা থেকে অন্যত্র বদলি হওয়া, আমিও এর বাইরে নই। এক বছরের অধিক সময় ধরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সাথে যদি কখনো মনের অজান্তে কোনো খারাপ আচরণ করে থাকি, তবে নিজ গুণে ক্ষমা করবেন। তবে আমার চাকরি জীবনে আপনারা যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন, তা আমি কখনও ভুলব না। আলমডাঙ্গা উপজেলায় বদলি হয়ে আসার সময় আত্মীয়-স্বজন অনেকে আলমডাঙ্গা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন, কিন্তু সত্যি বলতে কী, আলমডাঙ্গা উপজেলার মানুষ অত্যন্ত ভালো, তাদের কথা আমি মনে রাখব। আমি যেখানেই থাকি, আলমডাঙ্গা উপজেলার খবর রাখব। আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন।’ এসময় তিনি তাঁর পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহিল কাফি ও কৃষি কর্মকর্তা রেহানা পারভীন।
উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর জামাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী তাওহিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, আবাসিক প্রকৌশলী, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মারুফুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রশিদ, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।