সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘সাক্ষরতার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়’
- আপলোড টাইম : ০৮:২০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালিত হয়েছে। বিশ্বের সকল দেশের জন্য ইউনেস্কো নির্ধারিত এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং সচিব ফরিদ আহাম্মদ বাণী দিয়েছেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো তেজগাঁওয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে, সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা ও বিভিন্ন উপজেলায় দিবসটি পালিত হয়েছে। গতকাল রোববার ১০টায় সাক্ষরতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসললাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন কারার তাসনিম। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘আমরা শুধু মানুষকে সাক্ষর করে তুলতে চাই না, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই; যেন সে কর্মজীবনে দক্ষ হয়ে উঠতে পারে। সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষরতার মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়। একজনকে সক্ষম করে তোলা মানে তার জ্ঞানের মাত্রাটা অবারিত হয়, অভিজ্ঞতাটা অবারিত হয়, প্রকাশটা অবারিত হয়। সাক্ষর মানুষ একটি জাতির জন্য সম্পদ। বিপুল জনসংখ্যার বাংলাদেশের জনসংখ্যা সম্পদ হতে পারে যদি তাদেরকে সাক্ষর করে তুলতে পারি, দক্ষ করে তুলতে পারি। মানুষ মানুষ হয়ে ওঠে তার ভাষা শিক্ষার মাধ্যমে।’
অন্যদিকে, দিবসটি পালনের লক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে একই সময়ে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় অংশ নেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব আমাদের কাছে খুবই বেশি। আমরা দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের সাক্ষর, বিশেষকরে আক্ষরিক জ্ঞানে সমৃদ্ধ করার চেষ্টা করে চলেছি। এখন কেউ আর টিপ সহি ব্যবহার করে না। প্রত্যেকেই অন্তত নিজের নাম সাক্ষর করতে পারেন।’
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এ.জেড.এম ওবাইদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শামিম সুলতানের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহিদ ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, নির্বাচন অফিসার মশিউর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ শাহরিয়ার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।
এদিকে, সাক্ষরতা দিবস-২০২৪ পালনে র্যালি ও আলোচনা সভা করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. নায়েব আলী, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল বাসার, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অপর দিকে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জীবননগরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সরকারী পরিচালক শেখ মোহাম্মদ সবুজ্জামানের সঞ্চালনায় সভায় ‘বহুভাষা শিক্ষার প্রসার; পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যের উপর আলোচনা করেন মুসরিমা জামান। এদিকে সভার পূর্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়।