দামুড়হুদায় জামায়াতের সমাবেশে জেলা আমির রুহুল আমিন
আমরা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে চাই
- আপলোড টাইম : ০৮:২৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় নতিপোতা ইউনিয়নের পোতারপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছে, উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থেকে দেশকে ভারতের হাতে তুলে দেবে। এই স্বৈরাচার এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যে ব্যবস্থায় শতশত বেনজীর তৈরি হয়েছিল। আওয়ামী লীগের লিডারদের বাড়িতে ২৫০০ কোটি টাকা পাওয়া গেছে। অপর দিকে, আমরা জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করার জন্য যোগ্য মানুষ তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন ৫ আগস্টের পর আমরা মন্দির, গীর্জা, প্যাগোডা, ব্যবসা কেন্দ্র পাহারা দিয়েছি। আমরা বলি, কে আওয়ামী লীগ করে, কে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ, সেটা বিবেচ্য বিষয় নয়। বরং আমরা বলি সে বাংলাদেশের নাগরিক কি না সেটাই বিবেচ্য বিষয়। যদি তাই হয়, তবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। রসাতলে যাওয়া দেশটাকে আমরা নতুন করে গড়তে চাই। আমরা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে চাই। আমরা সম্প্রতি আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার এবং বন্যাকবলিত মানুষের জন্য পাশে দাঁড়িয়ে কোটি কোটি টাকা সহায়তা দিয়েছি। আমরা সামাজিক যেকোনো সমস্যায় আপনাদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়াতে চাই।’
রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী রাজনীতি করে নিজেদের ভাগ্য বদলের জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, খাল-বিল দখলের জন্য নয় বরং জামায়াতে ইসলামী রাজনীতি করে জনগণের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেরার জন্য। এসময় তিনি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের ছায়াতলে আসার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাফেজ মোহসিন আলী, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন, রকীবুজ্জামান হেলাল ও মনজুরুল কবির লাভলু।