গাংনীর নুরুল আমিন হত্যা মামলা সিআইডির ঘটনাস্থল পরিদর্শন
- আপলোড টাইম : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৪৫ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের আওয়ামীলীগ নেতা নুরুল আমিন হত্যামামলার তদন্ত ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি। গতকাল বুধবার সকালে সিআইডি কুষ্টিয়া জোনের এএসপি জুলফিকার হায়দার গাজ্জালীর নেতৃত্বে একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হত্যাকান্ডের সম্ভাব্য স্থান, তার নিজের বাস স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসির সাথে কথা বলেন। সন্ধ্যা রাতে গাংনী থেকে নিজ বাড়ি বাঁশবাড়িয়া ফেরার পথে ঈদগাহ ময়দানের কাছে দুর্বৃত্তরা নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়। দির্ঘ সুত্রিতার কারণে অবশেষে মামলাটি ন্যস্ত করা হয় সিআইডিতে। সিআইডি ইন্সপেক্টর হাসান ইমাম তদন্ত করেন ও ৩ জনকে আটক করেন। মামলাটি তদন্তের শেষ পর্যায় থাকায় সিআইডি কুষ্টিয়া জোনের এএসপি জুলফিকার হায়দার গাজ্জালী ঘটনাস্থল পরিদর্শন করেন ও কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেন। গাজ্জালী জানান, মামলাটির সুষ্ঠু তদন্ত হচ্ছে। কয়েকজন আটক হয়েছে। অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হল।