ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটালীতে রাস্তা নিয়ে বিরোধ, মারামারিতে আহত ৩

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে

দর্শনা থানার কোটালী দর্শনা পাড়ায় দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারিতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষই দর্শনা থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। জানা গেছে, কোটালী দর্শনা পাড়ায় মৃত বিলাত মন্ডলের ছেলে রফিকুল ইসলামের বাড়ির পিছনের জমি রাস্তা হিসেবে দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছিল কয়েকজন প্রতিবেশী। তবে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রফিকুল ইসলামের ছেলে আবুল কালাম ও ছালাম হোসেন ওই রাস্তার জমির মাঝখানে পায়খানার ট্যাংক করার জন্য গর্ত খুড়তে শুরু করেন। এসময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিবেশীরা এতে বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় রফিকুল ইসলাম (৬০), তার স্ত্রী সামসুন্নাহার (৫৫) ও অপর পক্ষের রফিক নামে একজন আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে রফিকুল ইসলামের ভাই ফরজুন আলী বলেন, ‘আমাদের জমিতে আমরা পায়খানার জন্য ট্যাংক নির্মাণ করতে গেলে রফিক ও তার লোকজন জোরপূর্বক ট্যাংক নির্মাণ করতে বাঁধা দেয়। এসময় তারা আমার ভাই ও ভাবিক পিটিয়ে আহত করে।’ অন্যদিকে রফিক মিয়া অভিযোগ করে বলেন, ‘রফিকুল ইসলামের বাড়ির পিছন দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমরাসহ মহল্লার প্রায় ১৪টি পরিবারের লোকজন আসা-যাওয়া করি। হঠাৎ করেই সেই রাস্তার ওপর গর্ত করে পায়খানার ট্যাংক নির্মাণ করার জন্য খুড়তে দেখে বাঁধা দিতে গেলে ওরা আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।’
এ বিষয়ে উভয় পক্ষই দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বলেন, আমি সাক্ষী দিতে জেলার বাইরে ছিলাম। তবে বিষয়টি শুনেছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটালীতে রাস্তা নিয়ে বিরোধ, মারামারিতে আহত ৩

আপলোড টাইম : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

দর্শনা থানার কোটালী দর্শনা পাড়ায় দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে মারামারিতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষই দর্শনা থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। জানা গেছে, কোটালী দর্শনা পাড়ায় মৃত বিলাত মন্ডলের ছেলে রফিকুল ইসলামের বাড়ির পিছনের জমি রাস্তা হিসেবে দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছিল কয়েকজন প্রতিবেশী। তবে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রফিকুল ইসলামের ছেলে আবুল কালাম ও ছালাম হোসেন ওই রাস্তার জমির মাঝখানে পায়খানার ট্যাংক করার জন্য গর্ত খুড়তে শুরু করেন। এসময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিবেশীরা এতে বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় রফিকুল ইসলাম (৬০), তার স্ত্রী সামসুন্নাহার (৫৫) ও অপর পক্ষের রফিক নামে একজন আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে রফিকুল ইসলামের ভাই ফরজুন আলী বলেন, ‘আমাদের জমিতে আমরা পায়খানার জন্য ট্যাংক নির্মাণ করতে গেলে রফিক ও তার লোকজন জোরপূর্বক ট্যাংক নির্মাণ করতে বাঁধা দেয়। এসময় তারা আমার ভাই ও ভাবিক পিটিয়ে আহত করে।’ অন্যদিকে রফিক মিয়া অভিযোগ করে বলেন, ‘রফিকুল ইসলামের বাড়ির পিছন দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমরাসহ মহল্লার প্রায় ১৪টি পরিবারের লোকজন আসা-যাওয়া করি। হঠাৎ করেই সেই রাস্তার ওপর গর্ত করে পায়খানার ট্যাংক নির্মাণ করার জন্য খুড়তে দেখে বাঁধা দিতে গেলে ওরা আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।’
এ বিষয়ে উভয় পক্ষই দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বলেন, আমি সাক্ষী দিতে জেলার বাইরে ছিলাম। তবে বিষয়টি শুনেছি।