ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনা

জাতীয় সংগীত পরিবর্তনের দাবির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান। এর প্রতিবাদে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী ও সাধারণ জনতা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাবিবি জহির রায়হান, সরদার আলী হোসেনসহ অন্যান্য বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জাতীয় সংগীত ও পতাকার ওপর কোনো আঘাত মেনে নেওয়া হবে না। জীবন দিয়ে হলেও এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনা

জাতীয় সংগীত পরিবর্তনের দাবির প্রতিবাদ

আপলোড টাইম : ০৪:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান। এর প্রতিবাদে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী ও সাধারণ জনতা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাবিবি জহির রায়হান, সরদার আলী হোসেনসহ অন্যান্য বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জাতীয় সংগীত ও পতাকার ওপর কোনো আঘাত মেনে নেওয়া হবে না। জীবন দিয়ে হলেও এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’