দামুড়হুদায় ‘মাদক সম্রাটের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপলোড টাইম : ০৯:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৮ বার পড়া হয়েছে
দামুড়হুদায় ‘মাদক সম্রাট’ জাহিদুল গ্যাংয়ের হামলায় আহত সদর খাঁপাড়া গ্রামের মতলেব আলীর ছেলে আব্দুর রহিম সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য আব্দুর রহিম বলনে, আমি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দামুড়হুদা উপজেলা যুব প্রধান হওয়ার কারণে বিভিন্ন সময়ে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সভা-সেমিনারে কথা বলায় ইয়াবা ও ফেনসিডিল সম্রাট জাহিদুল ইসলাম ইয়াবাসহ ধরা পড়েন। মাদক সেবনের কারণে তাকে জেল ও জরিমানা করা হয়। তিনি সন্দেহ করেন, আমি ধরিয়ে দিয়েছি। এ কারণে কয়েক বছর আগে মো. জাহিদুল মেম্বার ও তার লোকজন আমাকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করেন। আর আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। এটি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মী ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ও যুবলীগের সাবেক থানা সভাপতি তালেবসহ তার লোকজন ভালোভাবে নেয়নি। এ কারণে বিভিন্ন সময় তারা আমাকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসিতেছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে জাহিদুল মেম্বার ও তার ভাই তালেবের নেতৃত্বে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার সময় আমার বাবা মতলেব আলী, ছোট ভাই আব্দুল করিম, বড় ভাই আব্দুর রহমান বাধা দিলে সবাইকে রামদা ও দেশি অস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে কুপায়। একপর্যায়ে আমার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে মনে করে সবাই পালিয়ে যায়। বিষয়টি আমি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনের মাধ্যমে জানাই। তাৎক্ষণিক তিনি পুলিশ সদস্যদের পাঠিয়ে আমাদের রক্ষা করে ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেয়। পরে আমার ছোট ভাই আব্দুল করিম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করে। তবে আজ সকালেও তারা ফের আমাদের বাড়িতে মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয়। আমরা ন্যায্য বিচার পাওয়ার দাবি জানাচ্ছি।