হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ
- আপলোড টাইম : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি এলাকায় গতকাল বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের ৬টি মূল্যবান গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছের মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা হবে বলে গ্রামবাসী জানায়। খবর পেয়ে হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতা আক্তারের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কর্তনকৃত গাছ জব্দ করেছেন।
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, হরিণাকু-ুর চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামের একটি ক্যানেলের ধারে ৬টি বড় বড় কড়াই গাছ ছিল। নিজের দাবি করে ওই গ্রামের শফি মন্ডলের ছেলে আব্দুস সালাম বিক্রি করে দেয়। গ্রামবাসী বাধা দিলে তিনি কোনো কথায় শোনেননি।
গ্রামবাসী বলছেন, গাছগুলো সরকারী ও পানি উন্নয়নবোর্ড এর মালিক। অবৈধভাবে এই গাছ গাটা হয়েছে বলে তাদের দাবি। এদিকে গাছকাটার খবর পেয়ে হরিণাকু-ু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতা আক্তার গতকাল দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছের প্রকৃত মালিককে তা নিরূপণে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেন।
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, ৬টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বেশির ভাগ গাছই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে। তিনি জানান, কর্তনকৃত গাছ জব্দ করে দ্রুত মাপজোক করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সাংবাদিকরা আব্দুস সালামের বাড়ি গেলে তিনি গা-ঢাকা দেন। তবে তার ছেলে আবু সাইদ মুঠোফোনে জানান, সব গাছই তাদের জমিতে, এর মধ্যে একটি গাছ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হতে পারে।