ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় বসতবাড়িতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রাতের আধারে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণের গহনা চুরির ঘটনায় পিনু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিনু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার মৃত একসেদ শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে নূরনগর কলোনি পাড়ার শহিদুল ইসলামের বাড়িতে চুরি করতে যায় পিনুসহ কয়েকজন। ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শুনে শহিদুলের স্ত্রী রাত পৌনে তিনটার দিকে ঘুম থেকে উঠে পড়েন। পরে পাশের রুমে গিয়ে পিনুকে দেখে ফেলেন তিনি। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের হলে ওইদিন দিবাগত রাতে অভিযান চালিয় পিনুকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় সদর থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বসতবাড়িতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় রাতের আধারে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণের গহনা চুরির ঘটনায় পিনু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিনু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার মৃত একসেদ শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে নূরনগর কলোনি পাড়ার শহিদুল ইসলামের বাড়িতে চুরি করতে যায় পিনুসহ কয়েকজন। ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শুনে শহিদুলের স্ত্রী রাত পৌনে তিনটার দিকে ঘুম থেকে উঠে পড়েন। পরে পাশের রুমে গিয়ে পিনুকে দেখে ফেলেন তিনি। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের হলে ওইদিন দিবাগত রাতে অভিযান চালিয় পিনুকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় সদর থানার পুলিশ।