শিরোনাম:
আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ত্রাণ ফান্ডে ‘ফেইথ ৮৯’-এর অনুদান
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার অন্যতম সহপাঠী সংগঠন ‘ফেইথ-৮৯’ সদস্যদের পক্ষ থেকে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ত্রাণ ফান্ডে ৩৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল ‘ফেইথ-৮৯’ ‘এসএসসি ৮৯’ ব্যাচের সদস্যরা বন্যার্তদের সাহায্যার্থে এই আর্থিক অনুদান প্রদান করেন। গণত্রাণ কমিটির আহ্বায়ক ডা. শাফায়েতুল ইসলাম হিরো উপস্থিত থেকে এই অনুদান গ্রহণ করেন।
এসময় গণত্রাণ কমিটির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পিণ্টু, অন্যতম সদস্য খন্দকার হাবিবুল করিম চঞ্চল ও এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ফেইথ-৮৯ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুল হক অপু মোল্লা, সাধারণ সম্পাদক আয়ুব আলী, সদস্য দেলোয়ার হোসেন, মহসীন আলী, দিলু মিয়া, আশীষ বাবু, লাল্টু মিয়া প্রমুখ। এসময় গণত্রান কমিটির আহ্বায়ক ফেইথ-৮৯ এর সকল সদস্যবৃন্দকে নানান দূর্যোগের মত বানভাসীদের মানবতার সহাযতায় এগিয়ে আসার জন্য জন্যবাদ জানান।
ট্যাগ :