ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল নেতা ডালিম পলাতক, আটক স্ত্রী

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

আলমডাঙ্গা অফিস/ ভ্রাম্যমাণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আলমাডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী শফিকুল আজম ডালিমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে ডালিম পালিয়ে গেলেও তার স্ত্রী নার্গিস সুলতানা আটক হন।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যৌথ বাহিনী পৌর একালাকার চারতলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিয়াপাড়ার ডালিমের দুইতলা বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একজন অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় যৌথ বাহিনীর টিম। এসময় ডালিম ও তার স্ত্রী নার্গিস সুলতানা কৌশলে পালানোর চেষ্টা করে। ডালিম পালাতে সক্ষম হলেও নারগিস আটক হন। পরে জিজ্ঞাসাবাদে নার্গিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় তাদের শয়নকক্ষ থেকে ৪৯০ পিস ইয়াব ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের ৯৬ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই ডালিম ও নার্গিস সুলতানার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় নার্গিস সুলতানা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩৬) ১ সারণীর (১০)ক ধারায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

যুবদল নেতা ডালিম পলাতক, আটক স্ত্রী

আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

আপলোড টাইম : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আলমাডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী শফিকুল আজম ডালিমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে ডালিম পালিয়ে গেলেও তার স্ত্রী নার্গিস সুলতানা আটক হন।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যৌথ বাহিনী পৌর একালাকার চারতলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিয়াপাড়ার ডালিমের দুইতলা বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একজন অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় যৌথ বাহিনীর টিম। এসময় ডালিম ও তার স্ত্রী নার্গিস সুলতানা কৌশলে পালানোর চেষ্টা করে। ডালিম পালাতে সক্ষম হলেও নারগিস আটক হন। পরে জিজ্ঞাসাবাদে নার্গিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় তাদের শয়নকক্ষ থেকে ৪৯০ পিস ইয়াব ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের ৯৬ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই ডালিম ও নার্গিস সুলতানার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় নার্গিস সুলতানা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩৬) ১ সারণীর (১০)ক ধারায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।