শিরোনাম:
মহেশপুরে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিবেদক, মহেশপুর:
- আপলোড টাইম : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চমূল্য ফল উৎপাদন বিষয়ে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এময় বক্তব্য দেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষট্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা প্রশিক্ষণ অফিসার মোশারফ হোসেন, মহেশপুর কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ। বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কৃষকদেরর আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। কৃষিতে যত বেশি প্রযুক্তির ব্যবহার করা হবে উৎপাদন খরচ তত কম হবে।
ট্যাগ :