জীবননগর ও দামুড়হুদায় নতুন ইউএনও
- আপলোড টাইম : ০৫:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১১ বার পড়া হয়েছে
জীবননগর ও দামুড়হুদায় নতুন দুজন উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) পদায়ন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে জীবননগর ও দামুড়হুদা ছাড়া খুলনা বিভাগের ৪৭ ইউএনওকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মেহেরপুর জেলার গাংনীর ইউএনও প্রীতম সাহাকে পদায়ন করা হয়েছে। আর জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজকে খুলনা বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে যশোরের চৌগাছার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। আর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও মো. ওবাইদুল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।