ভালাইপুরে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলায়
আরও তিন আসামিকে কারাগারে প্রেরণ
- আপলোড টাইম : ০৫:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুককে মারধর, দোকানে ভাঙচুর ও লুটপাটের মামলায় আরও তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১৬ আগস্ট এ ঘটনায় আব্দুল্লাহ আল ফারুক বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় নুরুজ্জামান লাল্টু (৬৫), আবুজার (৩৮), আব্দুস সালাম বিপ্লব (৫০) ও আক্কাস আলীসহ (৫০) ৬ জানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর সেনাবাহিনী নুরুজ্জামান লাল্টুকে গ্রেপ্তার করে।
এদিকে, এই মামলায় গতকাল বুধবার চুয়াডাঙ্গা কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন আবুজার, আব্দুস সালাম বিপ্লব ও আক্কাস আলী। তবে ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. তহিদুল ইসলামের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গতকাল বিকেলে তাদের কারাগারে নেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত ৮টার দিকে আব্দুল্লাহ আল ফারুক দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেরে মধ্যে নুরুজ্জামান লাল্টু, আবুজার, আব্দুস সালাম বিপ্লব ও আক্কাস আলীসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে।