নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের চার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত- আপলোড টাইম : ১২:২১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত সোমবার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে চার পদের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় গত ২৮ আগস্ট। লিখিত পরিক্ষায় নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২০ জন, ড্রাইভার ৬ জন, জারিকারক ৬ জন ও অফিস সহায়ক ৬ জন উত্তীর্ণ হয়। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪টি, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে একটি করে শূন্যপদ আছে। লিখিত পরিক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। ওই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ‘মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা এর কার্যালয়ের ০২/০৯/২০২৪ খ্রি. তারিখের ৬৫ নং অফিস আদেশের নির্দেশনা মোতাবেক আগামী ০৭/০৯/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা এতদ্বারা স্থগিত করা হলো।’