দর্শনায় তারেক রহমানের ১৭তম কারামুক্ত দিবস পালন
- আপলোড টাইম : ১২:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১২ বার পড়া হয়েছে
দর্শনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব পুরাতন বাজারে দর্শনা বিএনপির কার্যালয় পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য মালেক মন্ডলের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু সুলতান, দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, জেলা যুবদলের সদস্য রুহিম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা তুফন, রাজ্জাক, মুজিবর, খাইরুল, রবিল, আজাদ, আলমগীর, সোনা, যুবদলের নেতা, আরিফ, সোহেল, আরিফ, কুটি, রুবেল, রানা, খলিল, চঞ্চল, বিল্লাল, ছাত্রদল নেতা ইকবাল, নাফিজ, সালাউদ্দিন, সবুজ, সজিদ, নাঈম ও সুমন। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপি সমন্বয় কমিটির সদস্য ইকবাল হোসেন।