ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

মেহেরপুর পৌর শহরের ফুলবাগানপাড়ায় বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে মেয়েকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ফুলবাগানপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার বিচারের দাবিতে জানিয়েছে। শহিদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ার গ্রামের ওহাব আলীর ছেলে।

জানা গেছে, শহিদুল ইসলাম মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার আবু আলী ফকিরের মেয়ে চাঁদনীকে বিয়ে করে সেখানেই বসবাস করেন। বেশ কিছুদিন যাবত তিনি নিজ মেয়ে নির্যাতন শুরু করেন। ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালেও কোনো প্রতিকার পায়নি। পরে বিষয়টি প্রতিবেশী এক ব্যক্তিকে জানালে গতকাল বিকেলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে শহিদুলকে গণধোলাই দেয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে অভিযুক্ত শহিদুলকে উদ্ধার করে মেহেরপুর সদর-থানা পুলিশে সোপর্দ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপলোড টাইম : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুর পৌর শহরের ফুলবাগানপাড়ায় বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে মেয়েকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ফুলবাগানপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার বিচারের দাবিতে জানিয়েছে। শহিদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ার গ্রামের ওহাব আলীর ছেলে।

জানা গেছে, শহিদুল ইসলাম মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার আবু আলী ফকিরের মেয়ে চাঁদনীকে বিয়ে করে সেখানেই বসবাস করেন। বেশ কিছুদিন যাবত তিনি নিজ মেয়ে নির্যাতন শুরু করেন। ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালেও কোনো প্রতিকার পায়নি। পরে বিষয়টি প্রতিবেশী এক ব্যক্তিকে জানালে গতকাল বিকেলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে শহিদুলকে গণধোলাই দেয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে অভিযুক্ত শহিদুলকে উদ্ধার করে মেহেরপুর সদর-থানা পুলিশে সোপর্দ করে।