কাজের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার পেলেন সময়ের সমীকরণ-এর সংবাদকর্মীরা
- আপলোড টাইম : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় অসাধারণ ভূমিকা রাখায় পুরুষ্কৃত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে পত্রিকার প্রধান কার্যালয়ে সংবাদকর্মীদের হাতে পুরষ্কার ও কাজের স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্র তুলে দেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
পুরষ্কার পাওয়া সংবাদকর্মীরা হলেন- নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মো. রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বি এ জীবন, অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর ও সার্কুলেশন সহকারী পারভেজ হাসান। পুরষ্কার প্রদানকালে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে এ অঞ্চলের বহুল প্রচারিত দৈনিক সময়ের সমীকরণ বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মীদের অবদান আমরা গভীরভাবে অনুভব করি। গত ১৬ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৪ খ্রি. পর্যন্ত আমাদের সংবাদকর্মীরা সর্বোচ্চ পরিশ্রম দিয়ে প্রতিটি সংবাদ সংগ্রহ ও গুরত্ব সহকারে পরিবেশন করেছে। সারাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউটে যখন সব মিডিয়া প্রায় বন্ধ, সে সময়ও তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা নিয়মিত পত্রিকা প্রকাশ করতে সক্ষম হয়েছি। এতে পাঠকের কাছে আমাদের গ্রহণযোগ্যতা ও সুনাম বেড়েছে। এ অর্জন আমাদের সংবাদকর্মীদেরও। তাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিয়মিত পত্রিকা প্রকাশে ভূমিকা রাখায় আমাদের সংবাদকর্মীদের সামান্য পুরষ্কৃত করা হলো। আশা করি এতে তাদের কাজের স্পৃহা আরও বাড়বে।