ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে গোলচত্বর নির্মাণের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

মেহেরপুর—কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্বর নির্মাণ এবং অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশে দাবি পেশ করে তা বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুরে গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও যুবদল নেতা জামাল উদ্দীনসহ বাজারের ব্যবসায়ীরা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে প্রদান করেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংস্কারাধীন রাস্তার অনুমোদিত নকশা বাস্তবায়নে বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের কিছু জায়গা প্রয়োজন। যে জায়গাতে যাত্রীছাউনিসহ কয়েকটি দোকান রয়েছে। বাসস্ট্যান্ড এলাকার যানজট নিরসন ও চলাচল সহজ করতে জেলা পরিষদের ওই জায়গার কিছু প্রয়োজন জানিয়ে যাত্রী ছাউনি ও দোকান অপসারণের জন্য জেলা পরিষদকে অনুরোধ করে সড়ক ও জনপথ বিভাগ।
তবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম তাতে রাজি হননি। উপরন্তু তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নানাভাবে হুমকি দেন। এছাড়াও বাজারের কতিপয় ব্যবসায়ীর বাধার মুখে সংস্কার কাজ বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এতে শুরু হয় জনদুর্ভোগ। তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন এবং বাসস্ট্যান্ডে একটি গোল চত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্মারকলিপি পৌঁছে দিয়ে দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়া—মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের গাংনী বাসস্ট্যান্ড অংশে মেহেরপুর জেলা পরিষদ ও সড়ক জনপথ বিভাগের মধ্যে জায়গার সীমানা জটিলতায় বন্ধ হয়ে পড়েছে। রাস্তার পাশে খোড়াখুড়িসহ বিভিন্ন কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে পড়ায় বেড়েছে জনদুর্ভোগ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে গোলচত্বর নির্মাণের দাবিতে বিক্ষোভ

আপলোড টাইম : ১২:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুর—কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্বর নির্মাণ এবং অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশে দাবি পেশ করে তা বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুরে গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও যুবদল নেতা জামাল উদ্দীনসহ বাজারের ব্যবসায়ীরা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে প্রদান করেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংস্কারাধীন রাস্তার অনুমোদিত নকশা বাস্তবায়নে বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা পরিষদের কিছু জায়গা প্রয়োজন। যে জায়গাতে যাত্রীছাউনিসহ কয়েকটি দোকান রয়েছে। বাসস্ট্যান্ড এলাকার যানজট নিরসন ও চলাচল সহজ করতে জেলা পরিষদের ওই জায়গার কিছু প্রয়োজন জানিয়ে যাত্রী ছাউনি ও দোকান অপসারণের জন্য জেলা পরিষদকে অনুরোধ করে সড়ক ও জনপথ বিভাগ।
তবে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম তাতে রাজি হননি। উপরন্তু তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নানাভাবে হুমকি দেন। এছাড়াও বাজারের কতিপয় ব্যবসায়ীর বাধার মুখে সংস্কার কাজ বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এতে শুরু হয় জনদুর্ভোগ। তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন এবং বাসস্ট্যান্ডে একটি গোল চত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্মারকলিপি পৌঁছে দিয়ে দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়া—মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের গাংনী বাসস্ট্যান্ড অংশে মেহেরপুর জেলা পরিষদ ও সড়ক জনপথ বিভাগের মধ্যে জায়গার সীমানা জটিলতায় বন্ধ হয়ে পড়েছে। রাস্তার পাশে খোড়াখুড়িসহ বিভিন্ন কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে পড়ায় বেড়েছে জনদুর্ভোগ।