শিরোনাম:
শৈলকুপায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৮:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। সে একই উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার দুপুরে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব মহিষগাড়ি এলাকায় অস্থান নিয়ে অভিযান চালায়। এসময় একটি শুটারগান ও গুলিসহ মোক্তার মল্লিককে আটক করে র্যাব। এ ঘটনায় শৈলকুপা থানায় রোববার দুপুরে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
ট্যাগ :