ইপেপার । আজ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দামুড়হুদায় নদী ভ্রমণের ট্রলারে ইট নিক্ষেপ

প্রতিবাদ করতে গিয়ে মারধর. এলাকাবাসীর হাতে আটক ভ্রমণকারী

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৭:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

দামুড়হুদায় নদী ভ্রমণের একটি ট্রলারে ইট নিক্ষেপের ঘটনায় ভ্রমণকারী ও স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকের ছুঁড়ে মারা একটি ইটের আঘাতে নৌকায় থাকা এক ব্যক্তি আহত হলে তারা ট্রলার থামায়। পরে ইট নিক্ষেপকারীকে খুঁজতে ভ্রমণকারীদের একটি দল গ্রামে প্রবেশ করে এবং স্থানীয় এক যুবককে মারধর করে। পরে গ্রামবাসী ছুটে এলে ভ্রমণকারীরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। গতকাল রোববার বিকেল ৪টার দিকে দামুড়হুদার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে ট্রলারযোগে বিভিন্ন বয়সের ৭০-৮০ জনের একটি দল মাথাভাঙ্গা নদী ভ্রমণে বের হয়। ট্রলারটি দামুড়হুদার কেশবপুর গ্রামের নিকট পৌঁছালে উক্ত গ্রামের অজ্ঞাত কেউ ট্রলার লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে। যার আঘাতে ভ্রমণকারীদের একজন আহত হন। এসময় তারা ট্রলার থামিয়ে দলবদ্ধভাবে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ছেলেটিকে খুঁজতে গ্রামে প্রবেশ করে। তবে তাকে না পেয়ে গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল্লাহ মল্লিকের বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে জখম করে। সেই সাথে তার ছেলে শোয়ায়েবকেও মারধর করে। এসময় গ্রামবাসীরা সেখানে ছুটে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। তবে ধাওয়া করে ভ্রমণকারীদের মধ্যে চুয়াডাঙ্গা সদর দৌলতদিয়াড় পাড়ার শুকুর আলী ছেলে রিপনকে (২৪) আটক করে রেখে দেয়। এসময় আহত আব্দুল্লাহ মল্লিককে তার আত্মীয়-স্বজনরা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ হয়নি। তারা নিজেরাই মীমাংসা করে নিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

error: Content is protected !!

দামুড়হুদায় নদী ভ্রমণের ট্রলারে ইট নিক্ষেপ

প্রতিবাদ করতে গিয়ে মারধর. এলাকাবাসীর হাতে আটক ভ্রমণকারী

আপলোড টাইম : ০৭:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

দামুড়হুদায় নদী ভ্রমণের একটি ট্রলারে ইট নিক্ষেপের ঘটনায় ভ্রমণকারী ও স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকের ছুঁড়ে মারা একটি ইটের আঘাতে নৌকায় থাকা এক ব্যক্তি আহত হলে তারা ট্রলার থামায়। পরে ইট নিক্ষেপকারীকে খুঁজতে ভ্রমণকারীদের একটি দল গ্রামে প্রবেশ করে এবং স্থানীয় এক যুবককে মারধর করে। পরে গ্রামবাসী ছুটে এলে ভ্রমণকারীরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। গতকাল রোববার বিকেল ৪টার দিকে দামুড়হুদার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে ট্রলারযোগে বিভিন্ন বয়সের ৭০-৮০ জনের একটি দল মাথাভাঙ্গা নদী ভ্রমণে বের হয়। ট্রলারটি দামুড়হুদার কেশবপুর গ্রামের নিকট পৌঁছালে উক্ত গ্রামের অজ্ঞাত কেউ ট্রলার লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে। যার আঘাতে ভ্রমণকারীদের একজন আহত হন। এসময় তারা ট্রলার থামিয়ে দলবদ্ধভাবে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ছেলেটিকে খুঁজতে গ্রামে প্রবেশ করে। তবে তাকে না পেয়ে গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল্লাহ মল্লিকের বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে জখম করে। সেই সাথে তার ছেলে শোয়ায়েবকেও মারধর করে। এসময় গ্রামবাসীরা সেখানে ছুটে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। তবে ধাওয়া করে ভ্রমণকারীদের মধ্যে চুয়াডাঙ্গা সদর দৌলতদিয়াড় পাড়ার শুকুর আলী ছেলে রিপনকে (২৪) আটক করে রেখে দেয়। এসময় আহত আব্দুল্লাহ মল্লিককে তার আত্মীয়-স্বজনরা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ হয়নি। তারা নিজেরাই মীমাংসা করে নিয়েছে।