মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
- আপলোড টাইম : ০১:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
মেহেরপুর তহবাজার ব্যবসায়ীদের পাঁচ সদস্য উপদেষ্টা মন্ডলীসহ ২২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর তহবাজার উন্মুক্ত কাঁচামালের আড়তের সামনে আলোচনা সভার পর এই কমিটি ঘোষণা করা হয়। হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ।
বক্তব্য দেন মেহেরপুর তহবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম কালু, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আফতাব উদ্দিন প্রমুখ। পরে সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন আনারুল হক কালু। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন আহসান হাবীব, আব্দুস সাত্তার মিয়া, তারিফ খান এবং আফতাব উদ্দিন। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সামাদ, এছাড়া মোহাম্মদ আব্দুল লতিফ সিনিয়র সহসভাপতি, মো. রুহুল আমিন সহসভাপতি, হাফিজুর রহমান সাধারণ সম্পাদক, মো. রনি মিয়া যুগ্ম সম্পাদক, মো. সাহেব আলী সহ—সম্পাদক, মো. নাসিম খান সাংগঠনিক সম্পাদক, রাশেদুজ্জামান বাপ্পি প্রচার সম্পাদক, আবু সাঈদ দপ্তর সম্পাদক, আবুল কালাম আজাদ টিটু ক্রীড়া সম্পাদক, আব্দুল মতিন অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া বাকিদের নির্বাহী সদস্য করা হয়েছে।