জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- আপলোড টাইম : ১২:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজান কবীর, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রবিউল ইসলাম, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক কমান্ডার দলিল উদ্দীন দলু, উপজেলা আনসার ভিডিপি অফিসার চায়না খাতুন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাংবাদিক রিপন হোসেন প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা ও তা সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।