আলমডাঙ্গায় জাতীয় কবির ৪৮তম প্রয়ান দিবস পালন
- আপলোড টাইম : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়ান দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শিখন বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করে আলাউদ্দিন আহমেদ পাঠাগার। এসময় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। অপরদিকে তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি সিদ্দিকুর রহমান ও কবি হাবিবুর রহমান মজুমদার। শিখন বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া খাতুনের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন কবি রাজু ও কবি মিনু রহমান। কবিতা পাঠ করেন শিক্ষার্থী রাবিয়া খাতুন, প্রিয়ঙ্কা, অহনা নাছরিন, রাজু রানি, অভি বাবুল, বন্নি খাতুন, অর্পনা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে কাজী নজরুলের জীবনী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষিকা ডালিয়া রহমানকে বই উপহার দেওয়া হয়।