ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে যাত্রীবাহী বাসে বিজিবির বিশেষ অভিযান

১৫ কোটি টাকার নেশাদ্রব্য আইস উদ্ধার

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে

জীবননগর থেকে ১৫ কোটি টাকার নেশাদ্রব্য আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার জীবননগর ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা তথ্য প্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কের ওপর অবস্থান নেয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটির মধ্যে থেকে ৩ কেজি ৪ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে যাত্রীবাহী বাসে বিজিবির বিশেষ অভিযান

১৫ কোটি টাকার নেশাদ্রব্য আইস উদ্ধার

আপলোড টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

জীবননগর থেকে ১৫ কোটি টাকার নেশাদ্রব্য আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার জীবননগর ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা তথ্য প্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কের ওপর অবস্থান নেয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটির মধ্যে থেকে ৩ কেজি ৪ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।