ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চুয়াডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা

জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন ও সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি হাজি মোড়ে এর আয়োজন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, শুভরা রক্তের বিনিময়ে এ দেশেকে স্বৈরাচার মুক্ত করেছে। তাদের স্বপ্নের দেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে সুন্দর রূপে গড়ে তুলতে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। সমাজের সকল মানুষ আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কাজ করলে সফলতা আসবেই। এসময় তিনি উপস্থিত সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন ও সহায়তা করার আহ্বান করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহাবুব আশিক শফি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইমরান হোসেন ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হুসাইন।

পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দুল খালেক ও অর্থ সম্পাদক মাসুদুর রহমান। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা সেক্রেটারি মাওলানা লোকমান হুসাইন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চুয়াডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা

জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন ও সহায়তার আহ্বান

আপলোড টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় পৌর ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি হাজি মোড়ে এর আয়োজন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, শুভরা রক্তের বিনিময়ে এ দেশেকে স্বৈরাচার মুক্ত করেছে। তাদের স্বপ্নের দেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে সুন্দর রূপে গড়ে তুলতে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। সমাজের সকল মানুষ আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কাজ করলে সফলতা আসবেই। এসময় তিনি উপস্থিত সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন ও সহায়তা করার আহ্বান করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহাবুব আশিক শফি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইমরান হোসেন ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হুসাইন।

পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দুল খালেক ও অর্থ সম্পাদক মাসুদুর রহমান। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা সেক্রেটারি মাওলানা লোকমান হুসাইন।