ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যার ১১ বছর পর মামলা
- আপলোড টাইম : ০৯:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
১১ বছর পর ঝিনাইদহে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার আব্দুস সালামের শ^শুর কৃষি ব্যাকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আনার গুম মামলার আসামি সাইদুল করিম মিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী ব্লগারের কটূক্তি ও সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে ওলামা মাশায়েখদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নতুন হাটখোলা সড়কে পৌঁছালে পুলিশের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে থাকা ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামায়াত কর্মী আব্দুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশের ময়নাতদন্ত, জানাজা এমনকি ঝিনাইদহে লাশ দাফন করতে দেয়নি আসামিরা।
মামলার বাদী আবু বকর সিদ্দিক জানান, আব্দুস সালামের দুই শিশু সন্তান আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লা আল নাবিক পিতাকে হারিয়ে অথৈ সাগরে পড়ে। তার মা তানিয়া খাতুনকে পরে বগুড়ায় বিয়ে দেওয়া হয়। তখনকার সেই দুঃসহ স্মৃতি এখনো তার দুই সন্তান বয়ে বেড়াচ্ছে।
মামলার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।