ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

টানা বৃষ্টিতে দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কে ভয়াবহ ফাটল

বিপাকে দুই গ্রামের মানুষ, প্রাণঝুঁকি!

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১২:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের বৃষ্টিতে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়—ক্ষতি হয়েছে। এরমধ্যে দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কের দর্শনা বাজারের অদূরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন দুই গ্রামের মানুষ।
জানা গেছে, ২০২২—২৩ সালে প্রায় ৫ কিলোমিটার রাস্তা নতুন পিচ করা হয়। ওই সময়ে দর্শনা পৌরসভার কর্মচারী হারুন ও সৈয়দ রুমি আলম পলাশের কাজ দেখাশোনার দায়িত্ব থাকলেও তা করেনি। ওই সময় অভিযোগ ওঠে, কাজে ব্যাপক দুর্নীতি করছে। তবে এসব কথার কর্ণপাত না করে দায়সারাভাবে রাস্তার কাজ শেষ করে চলে যায়। এর দুই বছর যেতে না যেতেই দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কের মুছাদারুল পুকুরের সামনের রাস্তার ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় রাস্তা ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ রাস্তার ফাটল প্রায় ১০ দিন হয়ে গেলেও পৌরসভার তরফ থেকে কোনো খেঁাজখবর নেওয়া হয়নি। একজন ভ্যানচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এ সড়কে দিনরাত চলাফেরা করছি। তবে যেভাবে ফাটল ধরেছে, এ রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে ভয় পাচ্ছি। যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষয়—ক্ষতি হতে পারে।’
এ রাস্তায় ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় লাল কাপড় ও ইট দিয়ে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে দর্শনা পৌরসভার নবাগত প্রশাসককে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

টানা বৃষ্টিতে দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কে ভয়াবহ ফাটল

বিপাকে দুই গ্রামের মানুষ, প্রাণঝুঁকি!

আপলোড টাইম : ১২:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

টানা কয়েক দিনের বৃষ্টিতে গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়—ক্ষতি হয়েছে। এরমধ্যে দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কের দর্শনা বাজারের অদূরে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন দুই গ্রামের মানুষ।
জানা গেছে, ২০২২—২৩ সালে প্রায় ৫ কিলোমিটার রাস্তা নতুন পিচ করা হয়। ওই সময়ে দর্শনা পৌরসভার কর্মচারী হারুন ও সৈয়দ রুমি আলম পলাশের কাজ দেখাশোনার দায়িত্ব থাকলেও তা করেনি। ওই সময় অভিযোগ ওঠে, কাজে ব্যাপক দুর্নীতি করছে। তবে এসব কথার কর্ণপাত না করে দায়সারাভাবে রাস্তার কাজ শেষ করে চলে যায়। এর দুই বছর যেতে না যেতেই দর্শনা—ঈশ্বরচন্দ্রপুর সড়কের মুছাদারুল পুকুরের সামনের রাস্তার ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় রাস্তা ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ রাস্তার ফাটল প্রায় ১০ দিন হয়ে গেলেও পৌরসভার তরফ থেকে কোনো খেঁাজখবর নেওয়া হয়নি। একজন ভ্যানচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা এ সড়কে দিনরাত চলাফেরা করছি। তবে যেভাবে ফাটল ধরেছে, এ রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করতে ভয় পাচ্ছি। যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষয়—ক্ষতি হতে পারে।’
এ রাস্তায় ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় লাল কাপড় ও ইট দিয়ে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে দর্শনা পৌরসভার নবাগত প্রশাসককে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।