সাহিত্যিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কমিটিকে পদত্যাগের আল্টিমেটাম
- আপলোড টাইম : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সাহিত্যিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল আতাহার তাজ। সভায় বর্তমান কমিটির সদস্যদের আজ সোমবার রাত ৮টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে।
কবি রিগ্যান এসকান্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি সরদার আলী হোসেন, কবি ও সাহিত্যিক আবুল কাশেম, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ, শেখ সেলিম, সাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, বিলাল হোসেন, মঈন আশরাফ, মিরাজুল ইসলাম, ইবনে মিরাজ মালিক, ফরিদ আহমেদ, মামুদ আরিফ মানু প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সাফ্ফাতুল ইসলাম, সাইফুল্লাহ আল সাদিক, মুশফিক, অনিক, সৈকত প্রমুখ।
সভায় আলোচনায় উঠে আসে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিভিন্ন অনিয়মের কথা। সাহিত্য নিয়ে চর্চা না করে দলীয়করণ ও দখলদারিত্বের বিষয়েও সাহিত্যিকরা তুলে ধরেন। সভায় আলোচনার এক পর্যায়ে উঠে আসে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে রাহুমুক্ত করতে হবে। সভায় সাহিত্যিকরা জানান, সাধারণ সম্পাদক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তবে অনির্বাচিত লেজুরবৃত্তিক সভাপতি পদ ছাড়েননি। সভায় সকলে মতামত দেন, সাহিত্য পরিষদের সাহিত্যিকরা বাইরে না বসে সাহিত্য পরিষদেই দ্রুত কার্যক্রম শুরু করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাহিত্যিকদের সর্বসম্মতিতে আজ সোমবার রাত ৮টার মধ্যে কমিটির সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়। এবং আগামী বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এক সাধারণ সভা আহ্বান করা হয়। ওই সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। সকল সাধারণ এবং আজীবন সদস্যদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।