রাষ্ট্র সংস্কারের দাবিতে সুজনের মানববন্ধন
- আপলোড টাইম : ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চুয়াডাঙ্গায় সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে ৪২ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহজাহান আলী, সিনিয়র আইনজীবী ও উদীচীর সাবেক সভাপতি অ্যাড. নওশের আলী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সেখ সেলিম, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সরকারের প্রত্যেকটা অঙ্গের সমান অংশগ্রহণ প্রয়োজন। এতে সরকারের পূর্ণ নজরদারি দরকার। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা এবং অসাধু জনপ্রতিনিধির জন্য তা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকারের এ বিষয়ে এগিয়ে আসা দরকার। সরকার চাইলেই পুরাতন অগণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন করে কোনো গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করা সম্ভব। এ সময়ে তারা সাধারণ জনগণকে এমন রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণের আহ্বান জানান। মানববন্ধন শেষে বড় বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।