সরোজগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
- আপলোড টাইম : ১১:১৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সত্য প্রকাশে নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে গতকাল শনিবার বিকেল চারটায় সরোজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সদস্যদের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে কমিটিতে মোট ১৬ সদস্য অন্তভুর্ক্ত হয়েছে।
কমিটিতে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার সরোজগঞ্জ প্রতিনিধি আরিফুল ইসলাম লিণ্টুকে সভাপতি এবং দৈনিক আজকের খাসখবর পত্রিকার সরোজগঞ্জ প্রতিনিধি সবুর জাহাঙ্গীর আলম সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন— সহসভাপতি দৈনিক মেহেরপুর পত্রিকার প্রতিনিধি বুলবুল আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রতিনিধি জিল্লুর রহমান রুবেল, অর্থবিষয় সম্পাদক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিতুদহ প্রতিনিধি আকিমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সরোজগঞ্জ প্রতিনিধি ইকরামুল হক, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার পাঁচমাইল প্রতিনিধি হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার গড়াইটুপি প্রতিনিধি সাইদুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, ছমির উদ্দিন, রাতুল হাসান, মীর মনিন আলী, সাজিদুর রহমান, তারিফা পারভীন ও মজনুর রহমান।