ঝিনাইদহে কলেজ ফান্ডের কোটি কোটি টাকা তছরুপ
দেশ ছেড়ে পালিয়েছেন সেই অধ্যক্ষ
- আপলোড টাইম : ০৩:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম দেশ ছেড়ে পালিয়েছেন। দৈনিক সময়ের সমীকরণসহ বিভিন্ন গণমাধ্যমে তার অর্থ তছরুপের তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ব্যাংক থেকে তিনি কলেজ ফান্ডের কোটি কোটি টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। ভারতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওই কলেজের হিসাবরক্ষক আইয়ূব হোসেন। তিনি বলেছেন, স্যার অসুস্থ এ জন্য ভারতে গেছেন চিকিৎসার জন্য। খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন।
তবে তার ঘনিষ্ঠরা বলছেন, প্রায় ১৩ বছর অবৈধভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে কলেজ ফান্ডের কোটি কোটি কোটি টাকা তছরুপ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত দল কাজ শুরু করার আগেই অধ্যক্ষ বাদশা আলম ভারতে পালিয়ে গেলেন।
অভিযোগ উঠেছে, অধ্যক্ষ পদে আসার আগে তিনি ভাড়া বাড়িতে বসবাস করলেও আরাপপুর এলাকায় এখন তার দুটি আলিশান বাড়ি। যার মধ্যে একটি পাঁচতলা ও একটি চারতলা বাড়ি। বাড়ি দুইটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা হবে বলে তার প্রতিবেশীরা দাবি করেন। বেসরকারি কলেজের একজন অধ্যক্ষের এমন দুটি আলিশান বাড়ি কীভাবে হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, অধ্যক্ষ বাদশা আলমের আর্থিক দুনীর্তি নিয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সেই কমিটির প্রধান। তিনি বলেন, ওই অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।