দামুড়হুদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ১০:৪৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
দামুড়হুদায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সজল, মাহফুজুর রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তোতাম, জলিল, রফিকুল, দেলোয়ার, রফিকুল, সাইদুর ও শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিফুল ইসলাম, সদস্যসচিব নজরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন বিশ্বাস, সদস্যসচিব খাইরুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম হোসেন, সদস্যসচিব সাগর আলী, জুড়ানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বেল্টু, সদস্যসচিব রিপন আলী, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্যসচিব হারুন অর রশিদ, নাটুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার ফারুক, সদস্যসচিব রমজান আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক। সভা পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।