ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

দর্শনা ও আন্দুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

শহিদ জিয়ার আদর্শে দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

দর্শনা ও জীবননগরের আন্দুলবাড়ীয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

দর্শনা:
দর্শনায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় দর্শনা ডাকবাংলো চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্শনা শহর প্রদক্ষিণ করে দর্শনা ডাকবাংলোয় এসে শেষ হয়। এরপর সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম সিদ্দিকী মজনু। প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে আগামীতে একটি দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।

এছাড়া বিশেষ বক্তা ছিলেন দর্শনা পৌর শাখার সমন্বয়ক সদস্য নাহারুল ইসলাম, শরীফ উদ্দিন, রাশেদুল ইসলাম, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, দর্শনা পৌর সমন্বয়ক নাসীর উদ্দিন, লুৎফর রহমান, জালাল উদ্দিন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, থানা যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, জালাল উদ্দিন, মহিম কুমার রতন, আব্দুল আজিজ, মুহিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা পৌর সদস্যসচিব আবু হেনা রনি।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, জেলা যুবদলের অন্যতম সদস্য শমসের আলী, বিএনপি নেতা জালাল খান, ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন রোপণ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা ও আন্দুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

শহিদ জিয়ার আদর্শে দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যয়

আপলোড টাইম : ০৯:৩৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

দর্শনা ও জীবননগরের আন্দুলবাড়ীয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

দর্শনা:
দর্শনায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় দর্শনা ডাকবাংলো চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্শনা শহর প্রদক্ষিণ করে দর্শনা ডাকবাংলোয় এসে শেষ হয়। এরপর সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম সিদ্দিকী মজনু। প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে আগামীতে একটি দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।

এছাড়া বিশেষ বক্তা ছিলেন দর্শনা পৌর শাখার সমন্বয়ক সদস্য নাহারুল ইসলাম, শরীফ উদ্দিন, রাশেদুল ইসলাম, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, দর্শনা পৌর সমন্বয়ক নাসীর উদ্দিন, লুৎফর রহমান, জালাল উদ্দিন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, থানা যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, জালাল উদ্দিন, মহিম কুমার রতন, আব্দুল আজিজ, মুহিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা পৌর সদস্যসচিব আবু হেনা রনি।

আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, জেলা যুবদলের অন্যতম সদস্য শমসের আলী, বিএনপি নেতা জালাল খান, ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন রোপণ প্রমুখ।