সাহিদুজ্জামান টরিককে নিয়ে কুচক্রি মহলের মিথ্যাচার
প্রতিবাদ জানিয়ে ডুসাকের বিবৃতি
- আপলোড টাইম : ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
বিশিষ্ট সমাজসেবক সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিককে নিয়ে কুচক্রী মহলের মিথ্যাচার ও গুজবের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান ডুসাকের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়।
ওই বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কিছু অনলাইন পেজ ও ফেসবুক গ্রুপে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিককে নিয়ে একটি কুচক্রী মহল তাদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। পরবর্তীতে আমাদের যুক্তি ও তথ্যের পরিপ্রেক্ষিতে ওই পেজ ও গ্রুপ থেকে পোস্ট ডিলেট করে দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি তিনি চুয়াডাঙ্গাতে সিভিল সার্জনকে দিয়ে হাসপাতালের সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করতে উদ্যোগ নেন। এবং দুর্নীতির বিরুদ্ধে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা তার বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।