পিতার ওপর অভিমানে কিশোরের বিষপান
- আপলোড টাইম : ০৯:১৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিতার ওপর অভিযাম করে আশরাফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের বিষপানে আত্মহত্যা অপচেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ছটিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সে উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের সাজিদুল ইসলামের ছেলে।
পরিবারের সদসরা জানান, বেশ কিছুদিন ধরে একটি পাখিভ্যান কিনে না দেয়ায় আশরাফুল তার পিতার ওপর চাপ দিচ্ছিলো। কিন্তু দরিদ্র পিতার পক্ষে ছেলেকে ভ্যান কিনে দেয়া সম্ভব হচ্ছিলো না। গতকাল সকালেও এ নিয়ে পিতা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে দুপুরে বিষপান করে আত্মহত্যার অপচেষ্টা করেন আশরাফুল। বিষপানের বিষয়ে জানতে পেরে পরিবারের তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আশরাফুলকে হাসপাতালে ভর্তি করেন।
সাজিদুল ইসলাম বলেন, ‘ছেলের ইচ্ছা সে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভ্রাম্যমাণ দোকানে সাজিয়ে ব্যবসা করবে। কিন্তু রাতে বাড়ির বাইরে থাকা আমার পছন্দ নয়। তাছাড়া পাখিভ্যান কিনে দেয়ার মতো সামর্থও এইমুহুর্তে আমার ছিলো না। তার আবদারে রাজি না হওয়ায় অভিযান করে সে এই ঘটনা ঘটিয়েছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম, দুপুরের পরে পরিবারের সদস্যরা ওই কিশোরকে জরুরি বিভাগে আনে। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিলো। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।