ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

বেতন চাওয়ায় সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন

‘আমার সংবাদ’ সম্পাদক হাশেম রেজা আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। আটক হাশেম রেজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মো. ছাব্দার আলীর ছেলে। ব্যবসা ও পত্রিকার সম্পাদক-প্রকাশক হওয়ায় ঢাকাতেই থাকতেন তিনি।

জানা যায়, জাতীয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার পুরোনো বেতন চাইতে আমার সংবাদ অফিসে যান। এসময় তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের অ্যাডমিন আজাদ হোসেন।

এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন। এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।

উল্লেখ্য, হাশেম রেজা কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তা না পেয়ে চুয়াডাঙ্গা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নানা কারণে তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন নিজ এলাকায়। মামলাও হয়েছে একাধিক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেতন চাওয়ায় সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন

‘আমার সংবাদ’ সম্পাদক হাশেম রেজা আটক

আপলোড টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন এবং অফিসে আটকে রাখার অভিযোগে আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার রাতে আমার সংবাদ পত্রিকার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। আটক হাশেম রেজা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মো. ছাব্দার আলীর ছেলে। ব্যবসা ও পত্রিকার সম্পাদক-প্রকাশক হওয়ায় ঢাকাতেই থাকতেন তিনি।

জানা যায়, জাতীয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময়ে আমার সংবাদে কাজ করতেন। তিনি তার পুরোনো বেতন চাইতে আমার সংবাদ অফিসে যান। এসময় তার ওপর হামলা চালায় আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এসময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়। এমনকি তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানের অ্যাডমিন আজাদ হোসেন।

এরপর তারা বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করেন। এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।

উল্লেখ্য, হাশেম রেজা কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তা না পেয়ে চুয়াডাঙ্গা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নানা কারণে তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন নিজ এলাকায়। মামলাও হয়েছে একাধিক।