মেহেরপুরে অর্থ লুটপাটের অভিযোগে অবস্থান কর্মসূচি
৩ ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবি- আপলোড টাইম : ১২:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ লুটপাট ও জনগণকে সেবা না দেওয়ার অভিযোগে মেহেরপুরের তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সেখানে চেয়ারম্যান মো. শাহাজামালের কার্যালয়ে তালা দিয়ে সচিবের হাতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য চাবি হস্তান্তর করা হয়। এদিকে বারাদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলামের পদত্যাগ দাবি করেন তারা।
অন্যদিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান নিয়ে চেয়ারম্যান মতিউর রহমানের মতির পদত্যাগ দাবি করেন। পরে তারা অস্থায়ী পরিষদে তালা লাগিয়ে সচিবের হাতে চাবি হস্তান্তর করেন।
এসময় বক্তারা বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে এসব চেয়ারম্যানেরা দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করেছে। জনগণকে তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত করেছে। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তারা।