দামুড়হুদায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুজন জখম
- আপলোড টাইম : ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
দামুড়হুদায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক জখম হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার জয়রামপুর স্কুল বটতলার অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- জয়রামপুর মাঠপাড়ার আব্দুর রহিমের ছেলে মিজান (২০) ও একই এলাকার আবু সনুর ছেলে মিঠুন হোসেন (২১)। আহতদের মধ্যে শঙ্কাজনক অবস্থায় মিজানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে মিজান ও মিঠুন মোটরসাইকেলযোগে জয়রামপুর থেকে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলো। পথে স্কুল বটতলার নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজান ও মিঠুন গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা শঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিজানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ও মিঠুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। এদিকে, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে দুপুরেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।