সেই নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ
- আপলোড টাইম : ১০:১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানার দুটি পৃথক মামলায় নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল শনিবার বেলা দুইটার দিকে পুলিশ তাকে আদালতে নিলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোকান ভাঙচুরসহ লুটপাটের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুক। একইদিন দুপুরে লাল্টুকে সেনাবাহিনী আটক করে। পরে রাতে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুক। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নুরুজ্জামান লাল্টুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
ফারুক তার অভিযোগে উল্লেখ করেন, লাল্টু ও তার লোকজন দোকান ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সাথে দোকানে থাকা ২২ লাখ টাকার মালামালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।