জীবননগরের অনন্তপুরে বিষপানে কলেজছাত্রের মৃত্যু
- আপলোড টাইম : ০৬:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
জীবননগরের অনন্তপুরে পারিবারিক কলহের জেরে ঘাস পোড়া বিষপানে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের শাহাবুল হোসেনর ছেলে শাকিব হোসেন (১৯) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বৃহস্পতিবার সকাল ৯টায় পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে ঘাস পোড়া বিষপান করেন তিনি। এর বেশকিছু সময় পরে তার পরিবারের সদস্য বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।