ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অন্যের জমি দখল করে স্থাপনার অভিযোগ, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক, ঝিনাইদহ:
  • আপলোড টাইম : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে অন্যের জমি দখল করে স্থাপনার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার আব্দুল মোত্তালিবের জমি দখল করে প্রতিবেশী মো. শাহারিয়ার রহমান ভবন নির্মাণ করছে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয়ের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা হলে ৫৬ নম্বর গাড়ামারা মৌজার আরএস ২৫২ খতিয়ানের ৩০৩ দাগের ৩.৮৮ শতক জমির ওপর ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

জানা যায়, ওই জমি মোবাশ্বের আলী তার ছেলে আব্দুল মোত্তালিবকে ২০২২ সালের ১ অক্টোবর দিক ও পাশ উল্লেখ করে রেজিস্ট্রি করে দেন। তারপর থেকে ওই জমিতে একটি পাকা দোকান ঘর নির্মাণ করে এবং পাশে আংশিক জমি ভোগদখল করে আসছে মোত্তালিব। কিন্তু গত মঙ্গলবার প্রতিবেশী শাহারিয়ার ওই জমিতে ইট ও বালু ফেলে ঘর নির্মাণ করার জন্য চেষ্টা করে। তখন মোত্তালিব ঘর নির্মাণ করতে বাঁধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিতে থাকে। পরবর্তীতে শাহারিয়ার ওই জমিতে কোনো ধরনের স্থাপনা করতে না পারে সে জন্য আদালতে ওই জমির ওপর নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে নিষেধাজ্ঞার আদেশ ১৪৪ ধারা জারি করেন।

স্থাপনা করতে যাওয়া শাহারিয়ার হোসেন জানান, যে জমিতে ঘর নির্মাণ করার জন্য ইট ও বালু ফেলা হয়েছে ওই জমি তিনি কিনেছেন। ১৯৯৯ সালে মোত্তালিবের বাবা মোবাশ্বের আলীর থেকে ২০ শতক জমি কিনেছেন। তখন জানতাম না যে, মোবাশ্বের আলীর ওই দাগে মোট ২৩.৮৮ শতক জমি আছে। যেহেতু ৩.৮৮ শতক জমি মোত্তালিবের নামে রেজিস্ট্রি করে দিয়েছে তার বাবা। তাই সেই জমি বাদ রেখেই তিনি তার কেনা জমিতে ভবন নির্মাণ করছেন। এখন দেখছেন ওই জমিতে নিষেধাজ্ঞা আদেশ করেছেন আদালত।
কাতলামারী পুলিশ ক্যাম্পের এএসআই বাহারুল ইসলাম বলেন, বিবদমান জমিতে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা সেই আদেশ আরপ করেছি মাত্র। এখন কোনো পক্ষই ওই জমিতে ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা করতে পারবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অন্যের জমি দখল করে স্থাপনার অভিযোগ, ১৪৪ ধারা জারি

আপলোড টাইম : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে অন্যের জমি দখল করে স্থাপনার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার আব্দুল মোত্তালিবের জমি দখল করে প্রতিবেশী মো. শাহারিয়ার রহমান ভবন নির্মাণ করছে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয়ের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা হলে ৫৬ নম্বর গাড়ামারা মৌজার আরএস ২৫২ খতিয়ানের ৩০৩ দাগের ৩.৮৮ শতক জমির ওপর ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

জানা যায়, ওই জমি মোবাশ্বের আলী তার ছেলে আব্দুল মোত্তালিবকে ২০২২ সালের ১ অক্টোবর দিক ও পাশ উল্লেখ করে রেজিস্ট্রি করে দেন। তারপর থেকে ওই জমিতে একটি পাকা দোকান ঘর নির্মাণ করে এবং পাশে আংশিক জমি ভোগদখল করে আসছে মোত্তালিব। কিন্তু গত মঙ্গলবার প্রতিবেশী শাহারিয়ার ওই জমিতে ইট ও বালু ফেলে ঘর নির্মাণ করার জন্য চেষ্টা করে। তখন মোত্তালিব ঘর নির্মাণ করতে বাঁধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিতে থাকে। পরবর্তীতে শাহারিয়ার ওই জমিতে কোনো ধরনের স্থাপনা করতে না পারে সে জন্য আদালতে ওই জমির ওপর নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে নিষেধাজ্ঞার আদেশ ১৪৪ ধারা জারি করেন।

স্থাপনা করতে যাওয়া শাহারিয়ার হোসেন জানান, যে জমিতে ঘর নির্মাণ করার জন্য ইট ও বালু ফেলা হয়েছে ওই জমি তিনি কিনেছেন। ১৯৯৯ সালে মোত্তালিবের বাবা মোবাশ্বের আলীর থেকে ২০ শতক জমি কিনেছেন। তখন জানতাম না যে, মোবাশ্বের আলীর ওই দাগে মোট ২৩.৮৮ শতক জমি আছে। যেহেতু ৩.৮৮ শতক জমি মোত্তালিবের নামে রেজিস্ট্রি করে দিয়েছে তার বাবা। তাই সেই জমি বাদ রেখেই তিনি তার কেনা জমিতে ভবন নির্মাণ করছেন। এখন দেখছেন ওই জমিতে নিষেধাজ্ঞা আদেশ করেছেন আদালত।
কাতলামারী পুলিশ ক্যাম্পের এএসআই বাহারুল ইসলাম বলেন, বিবদমান জমিতে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা সেই আদেশ আরপ করেছি মাত্র। এখন কোনো পক্ষই ওই জমিতে ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা করতে পারবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।