চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হত্যায় মামলা
- আপলোড টাইম : ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী। গত মঙ্গলবার নিহত গোলাম ফারুক জোয়ার্দ্দারের স্ত্রী নাজমিন আরা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট গোলাম ফারুক জোয়ার্দ্দার বাজার করার জন্য বাড়ি থেকে বের হন। নিজ মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন গোলাম ফারুক জোয়ার্দ্দারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। প্রথমে চাপাতি দিয়ে ঘাড়ে কোপ মারে তারা। পরে হাতে পেটে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে হামলাকারীরা তাদের হাতে থাকা অস্ত্র উচিয়ে চিৎকার করতে করতে চলে যায়। পরে স্থানীয়রা গোলাম ফারুক জোয়ার্দ্দারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পথচলতি ভ্যানে সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
প্রসঙ্গত, নিহত গোলাম ফারুক জোয়ার্দ্দার মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ ২০ বছর মোমিনপুর ইউপির চেয়ারম্যান ছিলেন তিনি। দীর্ঘকাল চেয়ারম্যান থাকাকালীন কোনো এক বিষয়ে শত্রুতা শুরু হয় পাশের কবিখালি গ্রামের মঞ্জিলুরের সাথে। ওই বিরোধের জের ধরেই মঞ্জিলুরের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা যায়। পরে নিহত গোলামা ফারুক জোয়ার্দ্দারের স্ত্রী নাজমিন আরা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করাসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই হত্যা মামলাটি দায়ের করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মামলাতে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।