ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সাহিত্য পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন জামায়াতের জেলা কমিটির সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত ছিলে সেক্রেটারি মোস্তফা কামাল, সহকার সেক্রেটারী মাহবুব আশিক সফি, ইমরান হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদ, সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, জেলা সেক্রেটারি সাগর আহমেদ, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, শহর সভাপতি আবু রায়হান, সেক্রেটারী রাব্বি হাসান প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর বিক্ষোভ মিছিল শেষে আল-তায়েবা মোড়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির সাবেক ইউপি চেয়ারম্যান মো. দারুস সালাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য দেন পৌর আমির মো. মাহের আলী, পৌর নায়েবে আমির নজরুল ইসলাম ও পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির দারুস সালাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। স্বৈরাচারের পতনের পর থেকে দেশে এখন ক্রান্তিকাল চলছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা দেশ সংস্কারের কাজ করছে। এরমধ্যে দেশে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারীদের দোসররা আবারও নানা রকম পাঁয়তারা করছে। আমরা যেকোনো মূল্যে ছাত্রদের আন্দোলনের ফসল নষ্ট হতে দেব না। তাই আসুন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রে মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করতে চাইলে আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি শেখ নুর মোহাম্মদ টিপু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান, জামায়াত নেতা ইউসুফ আলী মাস্টার, বেলাল হুসাইন, শাজাহান আলী, আমানউদ্দিন, সামসুল ইসলাম, সজিবুল ইসলাম, ফজলুল হক প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিচারের দাবি

আপলোড টাইম : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সাহিত্য পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন জামায়াতের জেলা কমিটির সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত ছিলে সেক্রেটারি মোস্তফা কামাল, সহকার সেক্রেটারী মাহবুব আশিক সফি, ইমরান হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদ, সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, জেলা সেক্রেটারি সাগর আহমেদ, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, শহর সভাপতি আবু রায়হান, সেক্রেটারী রাব্বি হাসান প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর বিক্ষোভ মিছিল শেষে আল-তায়েবা মোড়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির সাবেক ইউপি চেয়ারম্যান মো. দারুস সালাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য দেন পৌর আমির মো. মাহের আলী, পৌর নায়েবে আমির নজরুল ইসলাম ও পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির দারুস সালাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। স্বৈরাচারের পতনের পর থেকে দেশে এখন ক্রান্তিকাল চলছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা দেশ সংস্কারের কাজ করছে। এরমধ্যে দেশে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারীদের দোসররা আবারও নানা রকম পাঁয়তারা করছে। আমরা যেকোনো মূল্যে ছাত্রদের আন্দোলনের ফসল নষ্ট হতে দেব না। তাই আসুন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রে মিলেমিশে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করতে চাইলে আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি শেখ নুর মোহাম্মদ টিপু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান, জামায়াত নেতা ইউসুফ আলী মাস্টার, বেলাল হুসাইন, শাজাহান আলী, আমানউদ্দিন, সামসুল ইসলাম, সজিবুল ইসলাম, ফজলুল হক প্রমুখ।