ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে যুবককে পিটিয়ে জখম

প্রতিবেদক, বারাদী:
  • আপলোড টাইম : ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া লোমান (২৩) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বেলেপাড়ায় এ ঘটনা ঘটে। জখম লোমান কলাইডাঙ্গা গ্রামের হঠাৎপাড়ার মালয়েশিয়া প্রবাসী মহিবুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লোমান। ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের কিছু কর্মী লোমানের বাড়ীর গেটে ভাঙচুর করে। প্রাণভয়ে লোমান আত্মগোপনে থাকে। গত চারদিন পূর্বে লোমান তার নানা বাড়ী কলাইডাঙ্গার মাঝপাড়ার আক্কাস আলীর বাড়ীতে আসে। গতকাল একই গ্রামের আমবার আলী ও তার ছেলে সবুজ মাঠে যাওয়ার সময় লোমানের সঙ্গে দেখা হলে বাড়ির গেট ভাঙা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ তার হাতে থাকা রেঞ্চ দিয়ে লোমানের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এসময় স্থানীয়রা সবুজকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় ও লোমানকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়।

লোমানের নানা আক্কাস আলী বলেন, লোমানকে মারার একটাই উদ্দেশ্য- সে ছাত্র আন্দোলনের মিছিলে গিয়েছিলো। এজন্য ওরা আমার মেয়ের বাড়ীঘরও ভাঙচুর করেছে। বৃহস্পতিবার (আজ) সবুজের বিরুদ্ধে থানায় মামলা করবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে যুবককে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০৯:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া লোমান (২৩) নামের এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বেলেপাড়ায় এ ঘটনা ঘটে। জখম লোমান কলাইডাঙ্গা গ্রামের হঠাৎপাড়ার মালয়েশিয়া প্রবাসী মহিবুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ৪ আগস্ট সারাদেশের ন্যায় মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লোমান। ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের কিছু কর্মী লোমানের বাড়ীর গেটে ভাঙচুর করে। প্রাণভয়ে লোমান আত্মগোপনে থাকে। গত চারদিন পূর্বে লোমান তার নানা বাড়ী কলাইডাঙ্গার মাঝপাড়ার আক্কাস আলীর বাড়ীতে আসে। গতকাল একই গ্রামের আমবার আলী ও তার ছেলে সবুজ মাঠে যাওয়ার সময় লোমানের সঙ্গে দেখা হলে বাড়ির গেট ভাঙা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ তার হাতে থাকা রেঞ্চ দিয়ে লোমানের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এসময় স্থানীয়রা সবুজকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় ও লোমানকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়।

লোমানের নানা আক্কাস আলী বলেন, লোমানকে মারার একটাই উদ্দেশ্য- সে ছাত্র আন্দোলনের মিছিলে গিয়েছিলো। এজন্য ওরা আমার মেয়ের বাড়ীঘরও ভাঙচুর করেছে। বৃহস্পতিবার (আজ) সবুজের বিরুদ্ধে থানায় মামলা করবো।